
হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ইরাকের সামরায় অবস্থিত পবিত্র ইমাম হাদী (আ.) ও ইমাম হাসান আসকারী (আ.)-এর রওজা মোবারককে ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে।
এ উপলক্ষে পবিত্র রওজায় ভক্ত-অনুরাগীদের ভিড় জমে এবং পরিবেশ আনন্দ ও শ্রদ্ধার আবহে মুখরিত হয়। 4303905#